সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিবিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, সবাইকে নিজের আশপাশ পরিষ্কার রাখতে হবে। আর এতে করে সহজেই ডেঙ্গু ও ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হবে।
বুধবার (২৪ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম সেনানিবাসে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন, ডেঙ্গু ও ম্যালেরিয়া নিধনে যখন দেশের সকল প্রান্তে অভিযান চলছে। তার ধারাবাহিকতায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম সেনানিবাসে ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম সেনানিবাস ও আশেপাশের এলাকায় ডেংগু-ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতায় একটি র্যালি বের করা হয়। র্যালিতে সেনা সদস্যদের পাশাপাশি সেনানিবাসের অন্তর্ভূক্ত স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
জয়নিউজ/কাউছার/পিডি