বঙ্গোপসাগরের জলসীমায় ইলিশ, বিভিন্ন প্রজাতির চিংড়িসহ সামুদ্রিক প্রজনন রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন মাছধরা বন্ধ রাখে সরকার।
নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে আবার যাচ্ছেন জেলেরা। জেলেদের জালে আবার ধরা পড়ছে নানারকম মাছ। কিন্তু চোখ স্বাদে গন্ধে অতুলনীয় রূপালি ইলিশের দিকে। ভোজন প্রিয়াসী বাঙালির রসনা বিলাসে ইলিশ যে বাড়তি মাত্রা এনে দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। তাই প্রতিদিন সাগর থেকে আসা মাত্র জেলেদের থেকে মাছ কিনতে অধীর অপেক্ষা করেন ক্রেতারা।
নগরের উত্তর কাট্টলীর রানি রাসমনিঘাট এলাকা থেকে ছবি তুলেছেন বাচ্চু বড়ুয়া।