অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: নদভী

সাতকানিয়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। এ মুহুর্তে পদ্মাসেতু নিয়ে গুজব সৃষ্টি করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব থেকে আমাদের সতর্ক থাকতে হবে। গুজব রটিয়ে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

বুধবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক-মহাসড়কের উপর কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া যাবেনা। যেকোনো অবস্থাতেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যানজটমুক্ত রাখতে হবে।

এসময় তিনি ডেঙ্গু মশা নিধনে অভিযান শুরু করতে পৌর মেয়র, উপজেলা পরিষদের সদস্যদের অনুরোধ জানান।

- Advertisement -islamibank

এছাড়া সভায় মাদক নির্মুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করা, বড় বড় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, গরুর হাটে জালটাকা চিহ্নিতকরণ মেশিন বসানো, গরু চুরি বন্ধে পুলিশের টহল র নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির।

আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মধ্যে সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, অধ্যাপক প্রদীপ চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে আ ন ম সেলিম চৌধুরী, নেজাম উদ্দীন চৌধুরী, তাপস দত্ত, মাহবুবুল হক সিকদার, মোসাদ হোসাইন চৌধুরী, এইচ এম হানিফ, রমজান আলী, নজরুল ইসলাম মানিক, মনির আহমদ, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম ও ট্রাফিক পুলিশের টিআই মোখলেসুর রহমান।

জয়নিউজ/মাহফুজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM