চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবিরকর্মী সন্দেহে এক ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মারধরের শিকার শিক্ষার্থী নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে শাহজালাল হলের নীচতলায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ কর্মী ও পদার্থবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র শফিকুল ইসলাম শাওনের নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।
মারধরকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বাধীন সিক্সটি নাইন গ্রুপের কর্মী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শাহজালাল হলের নীচতলায় ফটোকপি করতে যায় নুরুল ইসলাম। এসময় ছাত্রলীগের কর্মীরা তাকে ‘শিবির’ বলে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে ছাত্রলীগ কর্মীরা আহতাবস্থায় জিরো পয়েন্টে পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে চবি মেডিকেল সেন্টারে পাঠায়।
চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক শুভাশীষ চৌধুরী জয়নিউজকে বলেন, ভিকটিমের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। তাই বিকেল ৫টার দিকে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, শিবিরের প্রমাণ থাকায় তাকে ছাত্রলীগ কর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেছে। নির্বাচনের সময় গোয়েন্দাদের তালিকায় শিবিরকর্মী হিসেবে নুরুল ইসলামের নাম ছিল। তার মোবাইলে শিবিরের বিভিন্ন ইউনিটের সঙ্গে ফেসবুকে যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, শিবিরকর্মী সন্দেহে ছাত্রলীগের কর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তারা আমাকে কিছু প্রমাণও দেখিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।