নগরের হালিশহর ফইল্যাতলী বাজারে আধুনিক কিচেন মার্কেটের নির্মাণকাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মার্কেটের ফলক উন্মোচন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় মেয়র নাছির বলেন, পরিবেশসম্মত বিশ্বমানের নগর গড়তে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চসিক। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই কিচেন মার্কেট নির্মিত হলে একই ছাদের নিচে রান্না-সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবেন নগরবাসী।
পর্যায়ক্রমে নগরের বিভিন্ন গরুত্বপূর্ণ স্থানে আরো কয়েকটি কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা বলেন মেয়র।
চসিকের অধীনে ৩০ দশমিক ৮৪ গন্ডা জমির ওপর এই কিচেন মার্কেটটি নির্মিত হচ্ছে। কিচেন মার্কেটে থাকছে বেসমেন্ট পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে সোপর্টস, এটিএমবুথ, ব্যাংক স্পেস, ফাষ্টফ্লোরে দোকান, এটিএম বুথ, ব্যাংক স্পেস, সেকেন্ড ফ্লোরে শপ, সুপার শপ ইত্যাদি।
সমাবেশে সভাপতিত্ব করেন চসিক ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। এতে কাউন্সিলর এরশাদ উল্লাহ, আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস জেসমিনা খানম, চসিক তত্বাবথায় প্রকৌশলী বিপ্লব দাশ, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, প্রকৌশলী গোফরান উদ্দিন, চসিক ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ঠিকাদার আলী হোসেন, রোকন ও প্রকৌশলী ফয়সাল আকতার চৌধুরী বক্তব্য দেন।