শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টচার্যের সঞ্চালনায় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টচার্য্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কেপিএম কয়লার ডিপো প্রকল্প হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন কুমার সরকার, সীতাঘাট শ্রীশ্রী সীতা মন্দিরের সভাপতি রতন কান্তি দাশ, চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয় মন্দিরের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, মিশন সিদ্ধেশ্বরী কালি মন্দিরের সভাপতি সুধীর ধর, কেপিএম হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২৩ আগস্ট কেপিএম হরিমন্দির হতে উপজেলা সদর পর্যন্ত র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।