আকাশ থেকে পড়লো ১৫ কেজির উল্কা! হঠাৎ বিকট শব্দে কান প্রায় ঝালাপালা হয়ে গেল তাদের।
ঘটনাটি ঘটেছে ভারতের মধুবন জেলায়।
জানা যায়, প্রতিদিনের মতো মাঠে নিজেদের ধানের জমিতে কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ বিকট শব্দে ধেয়ে এলো এক অদ্ভুত বস্তু। মাটিতে পড়ামাত্রই ধোঁয়া বের হতে শুরু করে সেটি থেকে। ধোঁয়া একটু কমতে গ্রামবাসীরা ছুটে আসেন ওই বস্তুটির দিকে। বস্তুটির কাছাকাছি পৌঁছতেই কৃষকরা লক্ষ্য করেন চার ফুট গভীর গর্ত করে মাটির নিচে ঢুকে গিয়েছে বস্তুটি। কিন্তু কি এই বস্তু? ভাবতে ভাবতেই কৃষকদের মাথায় আসে আকাশ থেকে উড়ে আসা এই বস্তুটি হতে পারে উল্কা। যেই না ভাবা, তৎক্ষণাৎ গর্ত থেকে বস্তুটিকে বের করে আনেন গ্রামবাসীরা। দেখেন ওই বস্তুটি আসলে একটি শিলাখণ্ড।
ফুটবল আকারের শিলাখণ্ডটি দেখে হতচকিত হয়ে পড়েন কৃষকরা।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, হালকা বাদামী রঙের বস্তুটির ওজন প্রায় ১৫ কেজি (৩৩ পাউন্ড)।
বুধবার বিকালের দিকে যখন এটি মাটিতে এসে পড়ে তখন প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যায়।
গ্রামবাসীরা জানান, আমরা দেখেছি এটার খুব শক্তিশালী চৌম্বকীয় শক্তি রয়েছে। জ্বলজ্বল করছে। ওজন প্রায় ১৫ কেজি (৩৩ পাউন্ড)।