বরিস জনসনকে আম ও ফুল পাঠালেন প্রধানমন্ত্রী

শুভেচ্ছার নিদর্শন হিসেবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আম ও ফুল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- Advertisement -

লন্ডন থেকে শুক্রবার (২৬ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় বরিস জনসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর বিখ্যাত ফজলি আম ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।

- Advertisement -google news follower

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং এগুলো বরিস জনসনের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাণী ২য় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের কাছেও অনুরূপ উপহার প্রেরণ করেন, যোগ করেন ইহসানুল করিম।

- Advertisement -islamibank

বরিস জনসন বৃহস্পতিবার নতুন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।

এক সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।– বাসস

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM