নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় অভিযান চালিয়ে ১৮টি নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজার জেলার জয়নাল আবেদীনের ছেলে মো. আমির হোসেন নুরু (৪৫), নোয়াখালী জেলার আব্দুল মোতালেবের ছেলে মো. রাশেদ (৩০), একই জেলার আব্দুল হাইয়ের ছেলে গফুর মো. আব্দুল গফুর (৩৫)।
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ১৮টি নকল স্বর্ণের বার (পিতলের তৈরি), ক্যারেট লেখার ডাইস ২টি, পপুলার পিতল পালিশ ২টি, হাতুড়ি ১টি, ডিজিটাল স্কেল ১টি, হিসাবের ডায়েরি ২টি, সিরিজ পেপার ৫টি ও চুক্তিনামার ফটোকপিসহ তিন প্রতারকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।