লক্ষ্মীপুরে ৬ ডেঙ্গু রোগী সনাক্ত

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -

শনিবার (২৭ জুলাই) বিকেল পর্যন্ত এসব রোগী সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

- Advertisement -google news follower

তারা হলেন, সদর উপজেলার চরমনসা এলাকার হোসেন আহমেদ, বাঞ্চানগরের শিক্ষার্থী ফাহিম হোসেন, লাহারকান্দির মাহাবুবুর রহমান, পশ্চিম লক্ষ্মীপুরের মাহফুজুর রহমান, হৃদয় হোসেন ও রোকেয়া বেগম।

ডা. আনোয়ার হোসেন জানান, এদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আহমেদ নামে একজনকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক।

- Advertisement -islamibank

তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ৬ জনকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হিসেবে চিহিৃত করা হয়েছে।

জয়নিউজ/মনির/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM