লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকেল পর্যন্ত এসব রোগী সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।
তারা হলেন, সদর উপজেলার চরমনসা এলাকার হোসেন আহমেদ, বাঞ্চানগরের শিক্ষার্থী ফাহিম হোসেন, লাহারকান্দির মাহাবুবুর রহমান, পশ্চিম লক্ষ্মীপুরের মাহফুজুর রহমান, হৃদয় হোসেন ও রোকেয়া বেগম।
ডা. আনোয়ার হোসেন জানান, এদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আহমেদ নামে একজনকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক।
তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ৬ জনকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হিসেবে চিহিৃত করা হয়েছে।