বোয়ালখালীতে বিশেষ অভিযানে ১০৬৩ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৭।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম গোমদণ্ডী মরহুম নূর বক্স সওদাগর মঞ্জিলের সামনের রাস্তা থেকে বিক্রির জন্য জড়ো করে রাখা এসব মদ উদ্ধার করা হয়।
এসময় তিনজনকে গ্রেফতার করে র্যাব।
এ ব্যাপারে ৪ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন র্যাব সদস্য আনসার নাজমুল হুদা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রাম ও বস্তাভর্তি চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জের হটাৎপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০), চট্টগ্রামের চান্দগাঁও মোহরার মৃত তোফাজ্জল আহমদের ছেলে মো. হাসান (২৬) ও বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আলমগীরকে (২৪) আটক করা হয়।
তবে এসময় উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার মরহুম নূর বক্সের ছেলে মো. হোসেন পালিয়ে যায়।
জয়নিউজ/জেডএইচ