চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ল্যাপরোস্কোপি ইউরোলজি বিষয়ক দিনব্যাপী লাইভ অপারেটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকালে এ কর্মশালার আয়োজন করে চমেক ইউরোলজি বিভাগ। কর্মশালায় অপারেশন করেন ভারতের হায়দ্রাবাদের ল্যাপরোস্কোপি এন্ডোসকপিক ইউরোলজিস্ট ডা. মারিকার্জুনা চিরুভিললা।
অনুষ্ঠানে পরস্পরের মধ্যে অভিজ্ঞতা, ভাব বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জ্ঞানের পরিধি উৎকৃষ্ট সাধনে ভাব বিনিময়ের কোনো বিকল্প নেই। চিকিৎসকদের মধ্যে পরস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় সঠিকভাবে চিকিৎসা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে।
চমেক হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান ডা. মো. মনোয়ার উল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল, অধ্যাপক এম এ সালাম, অধ্যাপক এম এ খান জাহাঙ্গীর কবির, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আমানুর রসুল, অধ্যাপক ডা. তৌফিক মো. সাইফুল হোসেন ও ডা. সুদীপ দাশ।
কর্মশালায় দেশের বিভিন্ন ইউরোলজিস্টরা অংশগ্রহণ করেন।