সিরিজ বাঁচানোর শেষ সুযোগে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। পেসার রুবেল হোসেনের পরিবর্তে দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৯১ রানের বড় হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ। তবে তিনি বলছেন, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে দলের। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৩টায় প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ওয়ানডে হারের পোস্টমর্টেমের আগেই পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে টিম বাংলাদেশকে। সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই। অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ স্বীকার করলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে।
বাংলাদেশের কোচ খালেদ মাহমুদ বলেন, আগেরদিনের ম্যাচের ধকল আর অতিরিক্ত গরমের কারণে শনিবার বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে ব্যক্তিগত অনুশীলন করেছেন তামিম ইকবাল। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা আর ফিল্ডিংয়ের দৈন্যতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে টিম বাংলাদেশকে।
তামিমের মতো ব্যর্থ সৌম্য সরকারও। ইনজুরি সেরে ওঠা মাহমুদুল্লাহ ফর্মহীনতায় ভুগছেন। মোস্তাফিজদের নখদন্তহীন বোলিংও দুশ্চিন্তার কারণ।