আসকারদিঘীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দেবে চসিক

নগরের আসকারদিঘীর পাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকনাথ ধাম সংস্কারসহ ১৩টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

- Advertisement -

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ঘোষণা দেন।

- Advertisement -google news follower

মেয়র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্তরা তাঁকে পেয়ে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বর্ণনা করেন। এসময় মেয়র অগ্নিদুর্গতদের মাঝে থালা-বাসনসহ গৃহস্থালি পণ্য বিতরণ করেন।

সিটি মেয়র অগ্নিদুর্গতদের উদ্দেশে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১টি করে গৃহ নির্মাণ করে দেয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকনাথ মন্দিরটিও পুনঃনির্মাণ করা হবে। রবিবার (৯ সেপ্টেম্বর) থেকে গৃহ নির্মাণের কাজ শুরু করবে চসিক। পরে মেয়র ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

- Advertisement -islamibank

এদিকে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ক্ষতিগ্রস্তদের ১৫ দিনের খাওয়ার ব্যবস্থা এবং প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন।

এসময় নগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে চন্দন ধর, মসিউর রহমান, মানস রক্ষিত, দেবাশীষ গুহ বুলবুল, অমল মিত্র, টিংকু বড়ুয়া, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, গিয়াস উদ্দিন, মোরশেদ আকতার, সাবের আহমদ, লুৎফুন্নেসা দোভাষ বেবী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সমাজসেবক হাজী শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, বাবুল দেব রায়, সৈয়দুল আলম, মিথুন বড়ুয়া, মো. নাসির, রঞ্জন রশ্মি বড়ুয়া, মৃদুল দাশ, চিত্ত সরকার, কাঞ্চন চৌধুরী, অলকেশ দাশ, ইকবাল আহমেদ, হাবিব খান, নুরুল আনোয়ার রিপন, মনির হোসেন, শফি, মোর্শেদ কুতুবী, পংকজ দে, শিমুল গুপ্ত, রাজিন রাহুল উপস্থিত ছিলেন।

 

জয়নিউজ/কেকে/এসআই/জেডএইচ

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM