ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন: দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সবাইকে নিজ নিজ ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বলেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (৩০ জুলাই) লন্ডন থেকে টেলিকনফারেন্সে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এই আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিশেষ বর্ধিত সভা হয়।

- Advertisement -google news follower

এ সময় সরকারের পাশাপাশি দলীয় কর্মীদেরও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে কেউ অন্যায় করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

- Advertisement -islamibank

যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা গুজন ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM