চট্টগ্রাম শহরকে তামাকমুক্ত শহরে পরিণত করতে ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২ হাজার ৪ শত ৮৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকার প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রস্তাবিত বাজেটে তামাকমুক্ত চট্টগ্রাম শহরে পরিণত করার অভিপ্রায়ে বিভিন্ন সচেতনতামূলক উদ্যেগ গ্রহণ করা হয়েছে। এজন্য চলতি বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
বাজেটে বলা হয়েছে, বাংলাদেশে তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় প্রায় ১৮ জন মানুষ মারা যায়। বছরে যার পরিমাণ প্রায় ২০ লাখ। দেশের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি মানুষ তামাকজাত পণ্য সেবন করে। সারাদেশের মত চট্টগ্রাম শহরে তামাক ব্যবহারের হার অনেক বেশি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার করেছেন। তাই এই অঙ্গীকার বাস্তবায়নে চসিকের ৫ম বাজেটে তামাক নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক ‘সাউথ এশিয়ান স্পিকার সামিট’- এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করছিলেন।