বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগে বিস্ফোরণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগে ব্রেকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ লাখ টাকার বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ সমিতি জিএম গোলাম আহমদ।

- Advertisement -

তবে বিকল্প ব্যবস্থায় ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে সাতটায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হঠাৎ ব্রেকার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে পূরো এলাকা। এতে কোনো লোক হতাহত না হলেও এতে প্রায় কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবির।

দুর্ঘটনার পর থেকে সীতাকুণ্ড, মীরসরাই ও বারৈয়ারহাটসহ এসব এলাকায় পল্লী বিদ্যুৎ বন্ধ হয়ে।

- Advertisement -islamibank

নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির জানান, বাড়বকুণ্ডের বিদ্যুতের বিতরণ বিভাগে পল্লীবিদ্যুতের একটি ব্রেকার রয়েছে। ওই ব্রেকারের মাধ্যমে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে।

সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ সমিতি জিএম গোলাম আহমদ জয়নিউজকে বলেন, ব্রেকারটি বিস্ফোরণের পর বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে বারৈয়ারঢালা গ্রীড লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। পল্লী বিদ্যুতে ৩১ হাজার অধিক গ্রাহক রয়েছে সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায়।

জয়নিউজ/সেকান্দর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM