ডেঙ্গু নিয়ে বান্দরবান হাসপাতালে ভর্তি নটরডেম’র ছাত্র

ডেঙ্গু নিয়ে বান্দরবান হাসপাতালে ভর্তি হয়েছেন রেমিউসিং মারমা (১৬) নামে ঢাকার নটরডেম কলেজের এক ছাত্র।

- Advertisement -

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সে হাসপাতালে ভর্তি হয়।

- Advertisement -google news follower

হাসপাতাল সূত্রে জানা গেছে, বান্দরবান হাসপাতালে মঙ্গলবার প্রথমবারের মত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

তার বাড়ি রোয়াংছড়ির নতুন পাড়া এলাকায়। সে ঢাকা নটরডেম কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এরআগে সে ঢাকায় একটি ক্লিনিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫দিন ভর্তি ছিল।

- Advertisement -islamibank

ডেঙ্গু আক্রান্ত কলেজ রেমিউসিং মারমা বলেন, শরীরে হালকা জ্বর আসার পর প্রথমে একটি ক্লিনিকে রক্ত পরীক্ষা করাই। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে ঢাকায় কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বান্দরবানে চলে আসি। পরে হাসপাতালে ভর্তি হই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রত্যুষ পল ত্রিপুরা জানান, ঢাকায় অবস্থানকালে কয়েকদিন আগে মেডিকেল পরীক্ষায় ডেঙ্গুর ধরা পড়ে রেমিউসিংয়ের। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান হাসপাতালে ভর্তি হয়েছে সে।

জয়নিউজ/আলাউদ্দীন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM