জাপানে তীব্র দাবদাহে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দাবদাহে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচ হাজার ৬৬৪ জনকে। বুধবার (৩১ জুলাই) জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহের তুলনায় গরমে অসুস্থতাজনিত রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে পাঁচ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা ছিল এক হাজার ৯৪৮ জন। ১১টি ভিন্ন জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশজুড়ে ৯২৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের ৮০ শতাংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি বা তারচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে।