বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীর আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন।
তাঁর কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর: জানান, গত সপ্তাহে বাবা জ্বর অনুভব করায় তাকে স্কয়ারে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) পরীক্ষার মাধ্যমে জানতে পারি তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তবে তিনি আগের তুলনায় ভালো আছেন। দু’-একদিনের মধ্যেই বাসায় ফিরবেন বলে আশা করছি।
সামাজিক, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে আলমগীর সফল এক অভিনেতা। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপশি কণ্ঠশিল্পী হিসেবে ‘আগুনের আলো’ চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন।
আলমগীর অভিনীত যুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র আমার জন্মভূমি ১৯৭৩ সালে মুক্তি পায়। সর্বশেষ আলমগীরের পরিচালনা ও প্রযোজনায় ২০১৮ সালে মুক্তি পায় ‘একটি সিনেমার গল্প’।
জয়নিউজ/আরএস/পিডি