ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত ফি’র বেশি নেওয়ায় নগরের সিএসসিআর হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩১ জুলাই) বিকেলে এ জরিমানা করা হয়।
জানা গেছে, ডেঙ্গু পরীক্ষা করতে আসলে একজন রোগী থেকে ৫০০ টাকা নির্ধারিত ফি’র স্থলে ১ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে। আরেক রোগীর কাছ থেকে ৪০০ টাকার স্থলে ৪৬৫ টাকা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জয়নিউজকে বলেন, দুইজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। সিএসসিআর তাদের থেকে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র বেশি ফি নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।