ডেঙ্গু পরীক্ষায় বেশি ফি, সিএসসিআরকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত ফি’র বেশি নেওয়ায় নগরের সিএসসিআর হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

বুধবার (৩১ জুলাই) বিকেলে এ জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, ডেঙ্গু পরীক্ষা করতে আসলে একজন রোগী থেকে ৫০০ টাকা নির্ধারিত ফি’র স্থলে ১ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে। আরেক রোগীর কাছ থেকে ৪০০ টাকার স্থলে ৪৬৫ টাকা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জয়নিউজকে বলেন, দুইজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। সিএসসিআর তাদের থেকে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র বেশি ফি নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM