রাউজানের কৃতি সন্তান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাহিত্যিক, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিদ্দিক আহমেদ মাস্টারের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ( ৩১ জুলাই) গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে জন্মবার্ষিকী পালন করা হয়।
জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সিদ্দিক আহমেদ এ পৃথিবী থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু তাঁর সৃষ্টি দিয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল এ সমাজের মাঝে।
গশ্চি শিশুবাগের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা অংশ নেন প্রয়াত সিদ্দিক আহমদের ছোট ভাই, সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের সভাপতি, গশ্চি শিশুবাগের পরিচালক শামীম আল আজাদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, বিদ্যালয়ের পরিচালক মনির হোসেন, নুরুল আজম, বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ রতন কান্তি শীল, সহকারী শিক্ষক মিজানুর করিম, রানা সোহেল, মো. জাবেদ হোসেন, ঋষিকেশ মল্লীক, রাসেল নাথ, তৈয়ব রেজা, ইয়ামিন আকতার, লুৎফুর নেছা মুন্নি, সাদিয়া ইসলাম খাইফা, নাহিদ সুলতানা, উম্মে সালমা চৌধুরী ও ঝর্ণা আকতার।