টানা তিন ম্যাচ হেরে ধবলধোলায় হয়ে লঙ্কা ছাড়ছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও জুটেছে ১২২ রানের বড় পরাজয়। শ্রীলঙ্কার দেওয়া ২৯৪ রানের জবাবে ৩৬ ওভার শেষে বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে।
দলের হয়ে একা লড়ে গেছেন সৌম্য সরকার (৬৯)। শেষদিকে তাইজুল ৩৯ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার ২৯৪ রানের জবাবে শুরুতেই পূর্বের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম (২)। দীর্ঘদিন পর দলে ফেরা বিজয় করেছেন ১৪ রান। আর মুশফিক করেছেন ১০ রান। এর বাইরের বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান পার করতে পারেননি দুই ঘরের সংখ্যা।
শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন শানাকা। এছাড়া রাজিথা ও লাহিরু কুমারা ২টি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন ম্যাথিউস। ৫৪ রান নিয়েছেন কুশল মেন্ডিস। চলিশোর্ধ্ব ইনিংস খেলেছেন করুণারত্নে ও কুশল পেরেরা।
বাংলাদেশের হয়ে শফিউল আর সৌম্য নিয়েছেন তিনটি করে উইকেট।
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ম্যাথিউস। ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরে যাওয়া নুয়ান কুলাসেকারাকে সম্মাননা জানায় লঙ্কান ক্রিকেট বোর্ড।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৪/৮ (ফার্নান্দো ৬, করুনারত্নে ৪৬, কুসল পেরেরা ৪২, মেন্ডিস ৫৪, ম্যাথিউস ৮৭, শানাকা ৩০, জয়াসুরিয়া ১৩, হাসারাঙ্গা ১২*, দনাঞ্জয়া ০, রাজিথা ০*; শফিউল ১০-২-৬৮-৩, রুবেল ৯-১-৫৫-১, তাইজুল ১০-১-৩৪-১, মিরাজ ৯-০-৫৯-০, সৌম্য ৯-০-৫৬-৩, মাহমুদউল্লাহ ৩-০-২২-০)
বাংলাদেশ: ৩৬ ওভারে ১৭২ (এনামুল ১৪, তামিম ২, সৌম্য ৬৯, মুশফিক ১০, মিঠুন ৪, মাহমুদউল্লাহ ৯, সাব্বির ৭, মিরাজ ৮, তাইজুল ৩৯*, শফিউল ১, রুবেল ২; জয়াসুরিয়া ৬-০-৪০-০, রাজিথা ৫-০-১৭-২, দনাঞ্জয়া ১০-০-৪৪-১, শানাকা ৬-০-২৭-৩, হাসারাঙ্গা ৪-১-১৬-১, কুমারা ৫-০-২৬-২)।