ফিরোজা বেগম স্বর্ণপদক পাচ্ছেন ফরিদা পারভীন

চলতি বছর ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পাচ্ছেন দেশবরেণ্য লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। আগামী ৪ আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে শিল্পীর হাতে এই পদক তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

- Advertisement -

পুরস্কারপ্রাপ্তির ঘোষণায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরিদা পারভীন বলেন, এটা আমার পরম সৌভাগ্য। ভীষণ ভালো লাগছে।

- Advertisement -google news follower

‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পুরস্কার অনুষ্ঠানের এবারের আয়োজনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দীন।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

- Advertisement -islamibank

প্রথম বছর এই পদক পেয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ২০১৭ সালে পদক পান রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সর্বশেষ গত বছর এ পুরস্কার তুলে দেওয়া হয় আরেক কিংবদন্তি শিল্পী রুনা লায়লার হাতে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM