চলতি বছর ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পাচ্ছেন দেশবরেণ্য লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। আগামী ৪ আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে শিল্পীর হাতে এই পদক তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
পুরস্কারপ্রাপ্তির ঘোষণায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরিদা পারভীন বলেন, এটা আমার পরম সৌভাগ্য। ভীষণ ভালো লাগছে।
‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পুরস্কার অনুষ্ঠানের এবারের আয়োজনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দীন।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রথম বছর এই পদক পেয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ২০১৭ সালে পদক পান রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সর্বশেষ গত বছর এ পুরস্কার তুলে দেওয়া হয় আরেক কিংবদন্তি শিল্পী রুনা লায়লার হাতে।
জয়নিউজ/আরসি