সচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এ ব্যাপারে সবার সচেতনতা জরুরি।
বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া) মাঠে জেলা প্রশাসক চট্টগ্রাম মো. ইলিয়াস হোসেন ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়। আমাদের সকলের উচিত নিজের ঘরের আঙ্গিনা, বিদ্যালয়ের চারপাশে পরিষ্কার রাখা।
জেলা প্রশাসক আরো বলেন, অন্ধকার ঘর ও স্যাঁতসেঁতে জায়গা, শোবার ঘর, টয়লেট, আসবাবপত্রের নিচে, ভিতরে, ঝোলানো কাপড়, মশারির আড়াল ও দেয়ালে এবং বাড়ির বাইরে বাগানের ঘাস, গাছ ও লতাপাতায় এডিশ মশা ডিম পাড়ে। তাই আমাদের সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাওয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক খাদিজা বেগমসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষর্থীরা।
পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকলের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
জয়নিউজ/হিমেল/আরসি