সব হাসপাতালে ২৪ ঘণ্টা ডাক্তার রাখতে হাইকোর্টের নির্দেশ

দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সহযোগী অধ্যাপকের নিচে নয় এমন একজন চিকিৎসককে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি হাসপাতালগুলোকেও মানবিক দিক বিবেচনা করে এই ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

- Advertisement -google news follower

একইসঙ্গে আদালত এডিস মশা নির্মূলে দেশের বাইরে থেকে কার্যকর ঔষধ আনতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন। দ্রুত ঔষধ আনার জন্য সিটি করপোরেশনকে সবধরণের সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সকালে দেশের বাইরে থেকে ঔষধ আনা নিয়ে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরস্পর বিরোধী বক্তব্যের কারণে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তলব করেন আদালত।

- Advertisement -islamibank

সচিব আদালতকে জানান, ঔষধ সিটি করপোরেশন আনবে। এ বিষয়ে সবধরণের সহযোগিতা আমরা করব।

এদিকে সিটি করপোরেশনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাইরে থেকে ঔষধ আনতে কমপক্ষে আরও ১৪ কার্যদিবস সময় প্রয়োজন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM