ওমান ফেরত যাত্রীর মোজার ভেতর থেকে ৩৬ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা।
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ আগস্ট) রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন।
এরপর তার গতিবিধি সন্দেহজনক হলে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তার জুতার মোজা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাস্টম কর্মকর্তা শাহিনুর রহমান পাভেল বলেন, অভিযুক্ত যাত্রীকে চ্যালেঞ্জ করলে তার জুতার মোজা থেকে ৯৩২ গ্রামের ৮পিস স্বর্ণের বার পাই। যার বাজারমূল্য ৩৬ লাখ টাকা। এসময় ওই যাত্রীর কাছে থাকা তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়ার কাজ চলছে।