নগরের কাতালগঞ্জে হিজড়া খালের ওপর এপিক প্রপার্টিজ ও ফিনলে প্রপার্টিজের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়াও অভিযানে খালের ওপর গড়ে উঠা ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) জলাবদ্ধতা নিরসনে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কাতালগঞ্জে হিজড়া খালের উচ্ছেদের সময় ফিনলে-এপিকের স্থাপনাসহ ৫৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সিডিএ। এসময় জলবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত ছিল।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন জয়নিউজকে বলেন, কাতালগঞ্জের খালের ওপর ফিনলে প্রপার্টিজ ও এপিক প্রপার্টিজের দুইটি বাউন্ডারি গড়ে তোলে। যা আমরা ভেঙে দিই। এছাড়াও অভিযানে হিজড়া খালের ওপর গড়ে উঠা ৫৫টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।