রামগড় বিজিবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

রামগড় ৪৩ বিজিবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

- Advertisement -

এ উপলক্ষে রামগড় বিজিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন গুইমারা বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল এমদাদ পিএসসি।

- Advertisement -google news follower

এ সময় উপস্থিত ছিলেন রামগড় বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম পিএসসি, সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিবসহ বিভিন্ন জোনের বিজিবি ও সেনা অধিনায়ক।

রামগড় বিজিবি উপ-অধিনায়ক মেজর মো. হুমায়ুন কবীর পিএসসি স্বাগত বক্তব্যে ৪৩ বিজিবির উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি চোরাচালান দমনে তাদের তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরেন।

- Advertisement -islamibank

তিনি জানান, ২১ সেপ্টেম্বর ২০১৬ রামগড় এলাকায় দায়িত্ব গ্রহণের পর আজ পর্যন্ত ৪৩ বিজিবি ২৮ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৫১ টাকা মূল্যের অবৈধ মালামাল এবং মাদকবিরোধী অভিযানে ৫৫ পাচারকারীসহ ৮২ লাখ ১৯ হাজার ৩৬৫ টাকার মাদকদ্রব্য আটক করেছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/শ্যামল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM