ইংল্যান্ডে বাংলার যুবারা ফাইনালে

ইংল্যান্ডে বড়রা না পারলেও ছোটরা ঠিকই পারছে। ভারত, বাংলাদেশ ও স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দল নিয়ে চলা ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

- Advertisement -

ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে হৃদয়-আকবররা। সিরিজে তৃতীয়বারের মতো তাদের হারালো বাংলার যুবারা।

- Advertisement -google news follower

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। ওপেনার তানজিদ হাসান ১১৭ রান করে একাই টেনেছেন দলকে। ৪১ রান করেন মাহমুদুল হাসান জয় ও ৩১ রান করেন তৌহিদ হৃদয়।

বাংলার বোলারদের তোপে ৩৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড যুবারা। তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। দুটি করে নেন শাহীন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

- Advertisement -islamibank

এই জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এটি তাদের চতুর্থ জয়। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পরেই আছে ভারত। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ইংল্যান্ড।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM