টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, ৪ ডাকাত নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাত নিহত হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত হয়েছে ৭ পুলিশ ।

- Advertisement -

শনিবার (৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে টেকনাফের নূরউল্লাহ পাহাড় এলাকায় পুলিশের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত ডাকাতরা হলো মাদারীপুরের কালকিনি উপজেলার ইমরান মোল্লা (২৭), টেকনাফের রোহিঙ্গা ডাকাতসর্দার আবদুল হাকিমের সহযোগী আইয়ুব (৩৫), জোনায়েদ (৩২) ও মেহেদি হাসান (৩২)।

পুলিশ জানায়, টেকনাফ নূরউল্লাহ পাহাড় এলাকায় ডাকাতসর্দার আব্দুল হাকিমের নেতৃত্বে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালায় পুলিশ।

- Advertisement -islamibank

তল্লাশিকালে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনাস্থল থেকে ৭টি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি কিরিচ উদ্ধার করার কথা জানান।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM