খাগড়াছড়ির গুইমারাতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গাড়ির ড্রাইভার মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সকালে গুইমারার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো ১১-০১৮০) হাতিমুড়ার জোড়াখাম্বা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা (চট্ট-মেট্রো জ-১১-০০০৯) গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় গাড়ির কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। খাগড়াছড়িগামী গাড়ির ড্রাইভার মহিউদ্দিন গাড়িতে আটকা পড়ে। পরে রামগড় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার মহিউদ্দিনকে গাড়ির কিছু অংশ কেটে বের করে আনে।
রামগড় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ড্রাইভার মহিউদ্দিনের পা দুটি ভেঙে গেছে।
গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার দে জানান, ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও রামগড় ফায়ার সার্ভিস এসে আহতদের মানিকছড়ি হাসপাতালে পাঠায়।