বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মশা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর কারণে অনেকের মৃত্যুও হয়েছে। ঠিক এ সময় মশা না মারার অনুরোধ জানালেন ফ্রান্সের এক প্রাণি অধিকারকর্মী আইমেরিক ক্যারন। তিনি কাজ করেন ফ্রান্সের একটি টেলিভিশনে।
তিনি বলছেন, কোনোভাবেই মশা হত্যা করা উচিত নয়। তার মতে, মশার কামড়কে মানুষের উচিত ‘রক্তদান’ হিসেবে বিবেচনা করা।
তিনি দাবি করেন, পোকামাকড়গুলো তাদের ডিমের প্রোটিনের যোগান দিতেই মানবদেহের রক্ত খায়।
তার মতে, প্রাণী প্রেমিকদের উচিত পোকামাকড়কে কামড়ের অনুমতি দেওয়া।
তার পরামর্শ, মশা হত্যা না করে বরং এর কামড় এড়াতে সতর্কতা অবলম্বন করা যায়। প্রাকৃতিকভাবে মশা তাড়াতে সাইট্রোনেলা, ল্যাভেন্ডার তেল বা রসুন ব্যবহার করা যায়।
জয়নিউজ/আরসি