লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পৌর কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। রোববার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরসভার সকল ডোবা-নর্দমা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করাসহ এডিশ মশা নিধনে কার্যকর ওষুধ ছিটানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান।
এদিকে গত কয়েকদিনে মশা নির্মূল এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
জয়নিউজ/আতোয়ার/আরসি