জাতিসংঘ শান্তি প্রক্রিয়াকে জটিল করছে: উত্তর কোরিয়া

সম্প্রতি উত্তর কোরিয়া তিনবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে বিবৃতি প্রকাশ করেছে তার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং।

- Advertisement -

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের পদক্ষেপ কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে জটিল করে তুলবে।

- Advertisement -google news follower

নিরাপত্তা পরিষদ তাদের ওই বিবৃতিতে বলছে, উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্রগুলোর আধুনিকায়ন করে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে।

ওই বিবৃতির প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেয়া বিবৃতিতে আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত কোনো নিষেধাজ্ঞা পিয়ংইয়ং মানে না।

- Advertisement -islamibank

উত্তর কোরিয়া বারবার বলে আসছে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে পিয়ংইয়ং নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখবে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM