উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৫ আগস্ট) দুপুরে আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় জানায়, মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের করতে বলা হয়েছে।
জয়নিউজ/পিডি