ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. এরশাদ ও অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত এরশাদ পোর্টলিংকের সহকারী অফিসার।

- Advertisement -

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভাটিয়ারীর পোর্ট লিংক  ডিপো গেটে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এরশাদ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরের মুফিজুর রহমানের ছেলে। নিহত অজ্ঞাতব্যক্তি সিএনএফ কর্মকর্তা বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পোর্টলিংক এমজিএস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মারুফ। তার বাড়ি বাঁশখালী এলাকায় হলেও বসবাস করেন নগরের লালখান বাজার এলাকায়।

- Advertisement -islamibank

স্থানীয় সূত্রে জানা যায়, পোর্ট লিংক কন্টেইনার ডিপোর তিন কর্মকর্তা এরশাদ (৩০) ও মারুফসহ (২৮) তিনজন বিকেলে নাস্তা করতে ডিপো থেকে বের হন। এসময় তারা ডিপো গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী আন্ত:নগর সাগরিকা এক্সপ্রেস ও লাকসামমুখী ডেমু ট্রেনের মধ্যখানে আটকা পড়ে। এসময় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই তারা মারা যান।

সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম দুই কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে নিহতদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।

জয়নিউজ/সেকান্দর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM