জনসচেতনতায় খাগড়াছড়ি জেলা পুলিশের র‌্যালি ও সভা

খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে জন সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টায় জেলা শহরের টাউন হলের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আহমার উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মু. আবুল ফয়েজ।

- Advertisement -google news follower

প্রধান অতিথি বলেন, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে সরকার। ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, জন সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।

এছাড়া জঙ্গি, মাদক ও গুজব প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

- Advertisement -islamibank

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি জসিম উদ্দিন মজুমদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন দত্ত।

আলোচনা সভা শেষে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।

জয়নিউজ/সবুজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM