দূষণের হাত থেকে চুল রক্ষা করার ঘরোয়া উপায়

ত্বকের জন্য নানা উপায় থাকলেও চুলের জন্য সেই শ্যাম্পু, কন্ডিশনিং, তেল আর সিরামে সীমাবদ্ধ। দূষণের হাত থেকে আমাদের চুল রক্ষা করার মতো কোনো প্রডাক্টই বাজারে পাবেন না। তাই নিজে ঘরেই বানিয়ে নিন হেয়ার মিস্ট। তাতে সারাদিন সুরক্ষিত থাকবে আপনার চুল।

- Advertisement -

কেন ব্যবহার করবেন
প্রাকৃতিক এই হেয়ার মিস্টের উপাদান হিসেবে রয়েছে নারিকেল তেল আর স্নিগ্ধ গোলাপ জল। চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল সুস্থ মজবুত রাখতে আর সেই সঙ্গে শুষ্ক, রুক্ষ, ক্ষতিগ্রস্ত চুল কোমল করতে জুড়ি নেই এই ঘরোয়া হেয়ার মিস্টটির।

- Advertisement -google news follower

কিভাবে বানাবেন
একটা বড়ো বাটিতে ৩ টেবিল চামচ নারিকেল তেল আর ১ কাপ গোলাপ জল নিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে ভরে ঠান্ডা জায়গায় রেখে দিন।

যেভাবে ব্যবহার করবেন
১. শ্যাম্পুর এক ঘণ্টা আগে শুকনো চুলে এই মিস্টটি স্প্রে করুন। প্রতিবার ব্যবহারের আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন।
২. ক্ষতিগ্রস্ত ভঙ্গুর চুলে আর্দ্রতা জোগাতে চুলের গোড়ায় গোড়ায় মিস্টটি স্প্রে করুন।
৩. শ্যাম্পু করার পর লিভ-ইন কন্ডিশনারের মতো করেও এই মিস্টটি ব্যবহার করতে পারেন।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM