স্বর্ণের দাম মঙ্গলবার (৬ আগস্ট) থেকে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৩ টাকা। ফলে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪৭ হাজার ১৮১ টাকা। এতদিন যা ছিল ৪৬ হাজার ১৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫২ হাজার ১৯৬ টাকায়, যা ছিল ৫১ হাজার ৩০ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
জয়নিউজ/আরসি