রাজস্থলীতে জুম ফাউন্ডেশনের সহযোগিতায় সমন্বিত পুষ্টি পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাজস্থলী হাসপাতাল হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা।
আলোচনা বক্তারা বলেন, পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই অঙ্গীকারাবদ্ধ। সুষ্ঠু মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্য মানসম্মত পুষ্টি খাবার খেতে হবে। অন্যথা কোনোভাবে সম্ভব নয়।
স্যানেটারি ইন্সপেক্টর মো. ছারোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, লীন প্রকল্পের ব্যবস্থাপক রূপন চাকমা, রাজস্থলী কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, ডা. রুইহ্লাঅং মারমা ও উপজেলা চেয়ারম্যান অংনুচিং মারমা প্রমুখ।