আগামী ১৬ আগস্ট থেকে মাসিক মাত্র ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি কল করা যাবে। অন্যদিকে বিটিসিএল থেকে অন্য যেকোনো অপারেটরে কথা বলা যাবে ৫২ পয়সা মিনিট রেটে।
সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) আরো জনবান্ধব করার উদ্যোগের অংশ হিসেবে কলরেটে এই পরিবর্তন আনা হচ্ছে।
এর অংশ হিসেবে বিটিসিএল গ্রাহকদের মাসিক টেলিফোন লাইনরেন্ট বাতিল করে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বিভাগের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন সংবাদমাধ্যমকে জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে সচিবালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে বিটিসিএলের মাসিক লাইনরেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা এবং অন্য স্থানে ও জেলা শহরে ১২০ টাকা। এছাড়া অন্য উপজেলাগুলোতে ৮০ টাকা।