চলতি বছর সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, চলতি বছরের শুরু থেকে বুধবার (৭ আগস্ট) সকাল আটটা পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৬১০ জন। অন্যদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আট হাজার ৭০৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ২৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৭ জন, খুলনা বিভাগে ১৮৬ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ৩৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।