প্রতিবারের মতো এবারও ঈদের জন্য নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত। নাটকের নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।
নাম সম্পর্কে হানিফ সংকেত একটু ছন্দে ছন্দেই বলেন, ‘কার যে কেমন আচার এবং কার যে কেমন ব্যবহার, তার নিরিখেই প্রকাশ পাবে অজ্ঞ-বিজ্ঞ সমাচার।’
নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, আজকাল সমাজে এবং অনেক পরিবারেই নিজের ভাষাকে বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনি একটি পরিবারের মা ও সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধূর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, নিমা রহমান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, সাবরিনা নিসা, ফাহিম, নজরুল ইসলামসহ অনেকে।
নাটকটি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন হানিফ সংকেত নিজেই।
এটি প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে, এটিএন বাংলায়।
জয়নিউজ/আরসি