দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হয়েছে এই কর্মসূচি।
বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার পর ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, রুহুল আলম চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, আব্দুস সালাম, কাজী আবুল বাশার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুল ইসলাম, ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।
মানববন্ধন ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে পুলিশ। প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় বিপুল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
একই দাবিতে আগামী বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে দলটি।
জয়নিউজ/আরসি