নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমানকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
নবম ওয়েজবোর্ড ও সাংবাদিকদের অধিকার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন সিইউজে নেতৃবৃন্দ। এসময় মতিউর রহমান গংদের গণশক্র উল্লেখ করে তাকে চট্টগ্রামের যেখানেই দেখা যাবে সেখানেই সাংবাদিকরা প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে সাংবাদিকরা রাজপথ ছেড়ে যাবে না।
সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দীন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো ও সিইউজের সদস্য প্রতীম দাশ প্রমুখ।