মশা নিধনে বরাদ্দ ৮১ কোটি টাকা

মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য দেশের সব সিটি করপোরেশনে ৫১.৫ কোটি ও পৌরসভাগুলোতে ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

- Advertisement -

এছাড়া স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি বাতিল করা হয়েছে।

- Advertisement -google news follower

দেশব্যাপী মশক নিধন কার্যক্রম তদারকি আরও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে গত ১৬ জুলাই থেকে একটি নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। যুগ্মসচিব পর্যায়ের ৮ জন কর্মকর্তাকে ৮টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সেলের ফোন নম্বর: ৯৫৭৩৬২৫।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন কীটনাশক ক্রয় সংক্রান্ত বিষয়ে ১০ সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে। স্থানীয় সরকার বিভাগও মশক নিধন ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণে ৭ সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM