পাকিস্তানের বাণিজ্য বন্ধ: ভারতের ক্ষতি কোহলির ১ পোস্টের সমান

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কেড়ে নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা। এর প্রতিবাদে ভারতের সঙ্গে সব ধরনের ব্যবসা-বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান।

- Advertisement -

এদিকে পাক সরকারের এ সিদ্ধান্তে উপহাস করেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৮ আগস্ট) সোশ্যাল মিডিয়া টুইটারে কটাক্ষ করে তিনি লিখেছেন, পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করায় ভারতীয় অর্থনীতির বিশাল ক্ষতি হয়ে গেল। যে লোকসানের পরিমাণ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিরাট কোহলি যা পায়, তার সমান। খুব বড় লোকসান হয়ে গেল। তাই না! এত বড় ধাক্কা আমরা কীভাবে সামাল দেব।

আরও পড়ুন: পাকিস্তানের হুঁশিয়ারি: অবৈধ সিদ্ধান্ত কাশ্মীরের জনগণ মেনে নেবে না

- Advertisement -islamibank

ভারত বলছে, জেদের বশবর্তী হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে পাকিস্তান। তবে এ সিদ্ধান্তে আমাদের চেয়ে তাদেরই বেশি ক্ষতি হবে।

উল্লেখ, সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে একটি পোস্ট থেকে এক কোটি ৬৫ লাখ টাকা আয় করেন কোহলি।

অজিত দোভালের দাবি, পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে সমপরিমাণ অর্থই আয় করে ভারত। ভারতীয়দের বিপুল অর্থনীতিতে যা অতিনগণ্য।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM