প্রেমিকার সঙ্গে ঝগড়া। এরপর ঘুমের ওষুধ খাওয়া। এভাবেই আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।
তার নাম সরওয়ার সায়হান। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
সরওয়ারের একাধিক সহপাঠী জানান, বিকেল ৩টার দিকে সরওয়ার তার প্রেমিকার সঙ্গে ঝগড়া করে। সে শাহজালাল হলের সামনের এক দোকান থেকে ঘুমের ওষুধ কিনে ২০টি ওষুধ একসঙ্গে খেয়ে ফেলে। পরে এক শিক্ষার্থী তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মাঈনউদ্দীন খান বলেন, সরওয়ার নামের এক ছাত্র ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।